খাদি কাপড়ের তৈরি টেবিল রানার
খাদি কাপড় দিয়ে সব ধরনের পণ্য তৈরি করা সম্ভব। পোশাকের পাশাপাশি হোম ডেকরের পণ্য তৈরিতেও খাদি কাপড় ব্যবহার হয়ে থাকে। খাদি কাপড়ের তৈরি বিছানার চাদর এবং দরজা-জানালার পর্দা তৈরি হয়ে থাকে সবচেয়ে বেশি এবং এই পণ্যগুলো বহু আগে থেকেই মানুষ ব্যবহার করে আসছে।
হোম ডেকরের এসব পণ্যের মধ্যে খাদি কাপড় দিয়ে তৈরি করা যেতে পারে আরেকটি পণ্য সেটি হলো টেবিল রানার। কম-বেশি সবার বাসা-বাড়িতেই একটি ডাইনিং টেবিল থাকে। অনেকে আছে খুব সুন্দরভাবে পরিপাটি করে টেবিলটি গুছিয়ে রাখতে পছন্দ করে। টেবিল গুছানোর অন্যতম সামগ্রী হতে পারে টেবিল রানার। হাতে বুনা মোটা খাদি কাপড়ের তৈরি টেবিল রানার টেবিলের সৌন্দর্য বাড়িয়ে তুলবে। এছাড়া খাদি কাপড়ের তৈরি টেবিল রানারের উপর বিভিন্ন ডিজাইন এড করে ভেলু এড করা যেতে পারে। তবে এর জন্য প্রয়োজন প্রচারণা এবং আমরা যারা খাদি উদ্যোক্তা আছি তাদের এই পণ্যটি নিয়ে প্রচারণা বাড়ানো যেন সাধারণ ক্রেতা এই পণ্যটি ব্যবহারে আগ্রহী হয়।