প্রতি বছর ক্রেতার চাহিদা অনুযায়ী খাদি শালে নতুনত্ব আনতে হবে
যদিও শাল বা চাদর যেটাই বলি না কেনো খুব বেশি কেনা হয় না কারন এক বছরের শাল দিয়ে অনেকেই আরেক বছর শীত কাটিয়ে দেয়। কিন্তু এর পরেও অনেক ক্রেতা আছেন যারা প্রতি বছর নতুন নতুন শাল কিনতে পছন্দ করেন। খাদি শালের ব্যবহার কিন্তু আজকের না তবুও এই শালের চাহিদা এতটুকু কমেনি। এর একমাত্র কারন শালের নতুনত্ব। ক্রেতার চাহিদা অনুযায়ী যদি মার্কেটে নতুন নতুন খাদি শাল আনা যায় তাহলে শালের চাহিদা বৃদ্ধি পাবে। সেই সাথে খাদি শাল দেশীয় শালের মধ্যে অন্যতম তাই বরাবরি এই শালের চাহিদা থাকে সব সময়।
এখন প্রশ্ন আসতে পারে ক্রেতার চাহিদা কিভাবে বুঝবো? ক্রেতার চাহিদা বুঝার অন্যতম মাধ্যম হচ্ছে আমরা যারা ছোট উদ্যোক্তা আছি তাদের পেইজে এবং গ্রুপে ক্রেতা কেমন ধরনের শাল পছন্দ করেন এনিয়ে ছোট ছোট প্রশ্ন করা। এর ফলে ক্রেতার পছন্দ সম্পর্কে আমরা জানতে পারবো। এছাড়া শালের ওয়েভ এক্ষেত্রে বড় ভুমিকা রাখতে পারে৷ ওয়েভের মাধ্যমেও আমরা ক্রেতার চাহিদা সম্পর্কে জানতে পারি খুব সহজে। সেই সাথে মার্কেট এনালাইসিস করেও আমরা প্রতি বছর দেশীয় শালে নতুনত্ব নিয়ে আসতে পারি যা দেশীয় খাদি শালের চাহিদা ধরে রাখতে সাহায্য করবে।