History of Khadi

বিছানার চাদর হিসেবে খাদি চাদরের ব্যবহার বৃদ্ধি করতে হবে

ঘরে বিছানার উপর সুন্দর এবং পরিপাটি একটি চাদর ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয়। মূলত ঘরের দেয়ালের রঙ দেখে বিছানার চাদর বাছাই করটাই অনেকে পছন্দ করেন। বিশেষ করে হালকা রঙের বিছানার চাদর ক্রেতাদের পছন্দের মধ্যে থাকে সবচেয়ে বেশি। তবে বাড়িতে ছোট বাচ্চা থাকলে অনেকে রঙিন চাদর পছন্দ করে থাকেন। আমাদের দেশে বিভিন্ন কাপড়ের বিছানার চাদর তৈরি হয়ে থাকে। আবার অনেক কাপড় আসে বিদেশ থেকে। মার্কেটে গেলে বিদেশি কাপড়ের বিছানার চাদরের চাহিদা চোখে পরার মতো। কিন্তু আমাদের দেশে এমন অনেক ফেব্রিক্স আছে যা দিয়ে আরামদায়ক বিছানার চাদর তৈরি করা যায়।

খাদি কাপড় হতে পারে এর মধ্যে অন্যতম। এই কাপড় দেখতে যেমন সুন্দর তেমনি বিছানার চাদর হিসেবেও আরামদায়ক। এক সময় খাদি কাপড়ের তৈরি বিছানার চাদরের চাহিদা ছিল তবে বর্তমানে এটা কমতে শুরু করেছে বিদেশি কাপড়ের জন্য। এই চাহিদা ফিরিয়ে আনতে হলে আমাদেরকে দেশীয় খাদি কাপড়ের তৈরি চাদরের গুরুত্ব তুলে ধরতে হবে ক্রেতার কাছে। অন্যান্য দেশীয় পণ্য যেমন প্রচারে ক্রেতার আগ্রহ বাড়াচ্ছে দেশি পণ্যের প্রতি তেমনি বিছানার চাদরেও খাদিসহ অন্যান্য কাপড়ের ব্যবহার বৃদ্ধি করতে হবে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *