আমাদের দেশে সেভাবে খাদিকে জাতীয় পর্যায়ে ব্যবহার করা না গেলেও ভারতে কিন্তু খাদিকে জাতীয় পর্যায়ে ব্যবহার করা হয়। কারন ভারতের সব ধরনের জাতীয় পতাকা খাদি কাপড়ের তৈরি করা হয়ে থাকে এবং অন্যান্য দিক থেকেও খাদি ব্যবহারে ভারত এগিয়ে আছে। খাদি কাপড় শুধু একটি কাপড় নয় এর সাথে মিশে আছে এই উপমহাদেশের ইতিহাস এবং সেই সাথে এই কাপড়ের বৈশিষ্ট্য এই কাপড়কে আরও বেশি চাহিদা সম্পন্ন করে তুলেছে।

আমি মনে করি আমাদের দেশে স্কুলের ইউনিফর্ম হিসেবে খাদি কাপড়ের ব্যবহার করা গেলে ভালো হবে। এতে যেমন একটি ঐতিহ্যের চর্চা হবে তেমনি স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মধ্যে দেশীয় পণ্য নিয়ে জানার আগ্রহ তৈরি হবে। আর গরমে স্কুলগামী ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রাও গরমে অস্থির হয়ে যায় যাতায়াত করার সময় যার ফলে অতিরিক্ত ঘাম তাদের শরীর থেকে ঝরে যায়। খাদি কাপড়ের কিন্তু ঘাম শুষে নেয়ার ক্ষমতা রয়েছে এবং সেই সাথে গরমে খাদি কাপড় পরে আরাম পাওয়া যায়। শীতকালেও খাদিতে বিপরীতমুখী অনূভুতি হয়ে থাকে অর্থাৎ শীতে খাদি কাপড়ে গরম লাগে। অর্থাৎ সারা বছর এই কাপড়ের তৈরি ইউনিফর্ম ছাত্র-ছাত্রীরা অনায়াসে পরতে পারে। এনিয়ে আমরা আলোচনা করতে পারি বিভিন্ন যায়গায়। হয়তো একদিন আস্তে আস্তে এই কার্যক্রম শুরু হবে যা আমাদের জন্য আনন্দের একটি বিষয় হবে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *