ক্রেতার চাহিদা বুঝে খাদি পোশাক তৈরিতে রঙের দিকটা খেয়াল রাখতে হবে।
ক্রেতার চাহিদা বুঝে খাদি পোশাক তৈরিতে রঙের দিকটা খেয়াল রাখতে হবে পোশাকের রঙ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারন এই বিষয়টির উপর নির্ভর করেই ক্রেতা পোশাক ক্রয় করে থাকেন। কেউ কালো পছন্দ করেতো কেউ আবার লাল। আবার অনেক ক্রেতা আছেন যারা হালকা রঙের বা মিক্সড কালার পছন্দ করেন। কিন্তু এমন কিছু রঙ আছে যেগুলো সব ধরনের…