দেশীয় শাড়ির ইভেন্টে খাদি শাড়ির নতুন ইনোভেশন।
দেশীয় শাড়ির ইভেন্টে খাদি শাড়ির নতুন ইনোভেশন গতকাল ৮ই জুলাই অনুষ্ঠিত হয়েছে ৫১ রকমের দেশীয় শাড়ির প্রদর্শনী ইভেন্টে। এই ইভেন্টের মূল লক্ষ্য ছিলো দেশীয় শাড়িগুলোর মধ্যে কোনগুলো জি আই ট্যাগ পেতে পারে তা নিয়ে আলোচনা করা। আমাদের দেশে কত ধরনের শাড়ি হয় তা আমরা অনকেই জানিনা। যেই শাড়িগুলো সম্পর্কে জানি সেগুলো নিয়ে সব সময় প্রচার…