অফলাইন ইভেন্টে ও খাদি পণ্যের প্রদর্শনী
অনেকের কাছেই মনে হতে পারে অফলাইন ইভেন্টে গিয়ে আমাদের কি লাভ। মনে হওয়াটা স্বাভাবিক। কেউ নিজের পকেটের টাকা খরচ করবে আর সেখানে লাভ খুঁজবেনা সেটাতো হতে পারে না। তবে এখানে কথা হচ্ছে অফলাইন ইভেন্টে যে টাকা খরচ হচ্ছে সেটা মূলত যার যার খাবারের বিল। যদি মনে হয় লস মনে করছেন তাহলে সেখানে না গেলেই সমস্যা মিটে যায়।
এখন আসি খাদি উদ্যোক্তা হিসেবে আমার নিজ অভিজ্ঞতার আলোকে কিছু কথার মধ্যে। কিছুদিন আগে খাদি নিয়ে আমার যে গ্রুপ রয়েছে ‘খাদিবিডি’ উদ্বোধন উপলক্ষে একটি অফলাইন ইভেন্টের আয়োজন করা হয়েছিল এবং সেখানে অনেকেই এসেছে। অফলাইন ইভেন্টে অনেক সময় কিছু স্টল থাকে কিন্তু সেখানে বিক্রি হবে এমন কোন বিষয়ে আগে থেকে উল্লেখ করা থাকে না। কাজেই আমি সেখানে খাদি পণ্যের স্টল রেখেছিলাম যার উদ্দেশ্য ছিল খাদি পণ্যের প্রদর্শনী। অর্থাৎ আমার উদ্যোগের খাদি পণ্যগুলো যেন সবাই দেখতে পায় সেই উদ্দেশ্যই সেগুলো সবার সামনে প্রেজেন্ট করা। এর ফলে অনেকেই খাদির অনেক ফিউশন নিয়ে জানতে পেরেছে এতে করে খাদির প্রচার বৃদ্ধি পেয়েছে।
এছাড়াও বিভিন্ন যায়গা থেকে যেসব উদ্যোক্তারা এসেছেন তারা সবাই সবার সাথে পরিচিত হতে পেরেছেন যা একজন অনলাইন উদ্যোক্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই অফলাইন ইভেন্টে আসলে লাভ না লস তার হিসাব না করে আমার যদি নিজ নিজ দায়িত্বে দেশি পণ্যের প্রচারে তা কতটুকু ভূমিকা রাখছে এনিয়ে চিন্তা করি তাহলে আমাদেরকে আর অংক কষা লাগবে না। কারন দিন শেষে দেশি পণ্যের প্রচার এবং চাহিদা আমাদের মতো দেশি পণ্যের উদ্যোক্তাদের জন্যই সুফল বয়ে নিয়ে আসবে।