খাদি কাপড়ের সাথে জড়িয়ে আছে আমাদের শতবর্ষীয় দেশীয় ঐতিহ্য। তবে বিভিন্ন সময়ে বিভিন্ন কারনে এই শিল্পের টেকসই উন্নয়নের ধারা অনেকাংশেই বিঘ্নিত হয়েছে, বা খাদির প্রত্যাশিত টেকসই উন্নয়ন নিরবচ্ছিন্ন হয়নি। যেখানে আমাদের তৈরি পোশাক শিল্পের মান ও প্রবৃদ্ধি বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে, প্রতিনিয়ত হচ্ছে, সেখানে আমাদের নিজস্ব ঐতিহ্যের ধারক খাদি কাপড়ের বৈশ্বিক সম্ভাবনাকে আরো জোরদার করতে হলে চাই এই খাতের টেকসই উন্নয়নের বিষয়টিকে আরো গুরুত্বের সাথে নেয়া এবং এর জন্য প্রয়োজনীয় সকল ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা।

এক্ষেত্রে খাদির একজন অনলাইন উদ্দ্যোক্তা হিসেবে আমি মনে করি খাদি শিল্পের সাথে জড়িত কারিগরদের দক্ষতা বাড়ানোর বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত। দেশীয় খাদি নিয়ে প্রচলিত বিভিন্ন ভুল ও বিভ্রান্তিমূলক ধারণা সম্পর্কে সাধারণ ভোক্তাকে অবহিত করতে হলে খাদি’কে মানসপন্ন ও আরামদায়ক পোশাক হিসেবে তাদের কাছে তুলে ধরতে হবে। আর এর জন্য প্রয়োজন দক্ষ কারিগর ও ডিজাইনার যারা ঐতিহ্যবাহী খাদি’র ডিজাইনে নিত্যনতুন ফিউশন নিয়ে আসার মাধ্যমে খাদির তৈরি পোশাকে দিবেন আধুনিকতার ছোঁয়া।
বাংলাদেশে দক্ষ কারিগর ও ডিজাইনার তৈরিতে প্রয়োজন বিনিয়োগের। তাঁতিদের ব্যক্তিগত সামর্থ্যে এই খাতে আশানুরূপ বিনিয়োগ পুরোপুরি সম্ভবপর নয়। তাই সার্বিকভাবে খাদির টেকসই উন্নয়নে সরকারি ও বেসরকারি উভয় খাতের পৃষ্ঠপোষকতার কোন বিকল্প নেই। খাদি সংশ্লিষ্ট কারিগর ও ডিজাইনারদের উন্নত প্রশিক্ষনের ব্যবস্থা করা থেকে শুরু করে এখাতে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানো- এইসব ইতিবাচক পদক্ষেপের জন্য নিশ্চিতভাবেই সরকারি-বেসরকারি অর্থায়ন প্রয়োজন। আর এই আর্থিক পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে দেশীয় খাদি বিশ্ববাজারে নিজের অবস্থান আরো সুদৃঢ় করতে সক্ষম হবে এবং পোশাক হিসেবে বাংলাদেশী ব্র্যান্ডের সম্মানজনক অবস্থানকে আরো বেশি সমৃদ্ধ করে তুলবে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *