যুগের সাথে তাল মিলিয়ে খাদি শালেও এসেছে নতুনত্ব। ঐতিহ্যবাহী একরঙা খাদি শালের প্রচলন এখনও ব্যাপক আকারে রয়েছে কারন বর্তমানে এই শালগুলোতে যুক্ত হয়েছে বিভিন্ন ধরনের হাতের কাজসহ ব্লক, বাটিক ও হ্যান্ড পেইন্টের নান্দনিক ছোঁয়া। ফলে সাম্প্রতিক সময়ে অনলাইনে দেশীয় খাদি শালের জনপ্রিয়তা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং বিশেষ করে তরুণ ক্রেতারা বাহারি ডিজাইনের খাদি শালে দারুনভাবে আকৃষ্ট হয়েছে এবং হচ্ছে।
তাই খাদির অনলাইন উদ্দ্যোক্তা হিসেবে আমাদের সকলের উচিত তরুণ ক্রেতাদের রুচি, পছন্দ ও ভাবনাগুলোকে প্রাধান্য দিয়ে ডিজাইনে নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করা। খাদি শালে ফিউশনধর্মী ডিজাইনের প্রচলন বেশ ভালোভাবেই শুরু হয়েছে, তবে এক্ষেত্রে সৃজনশীলতার আরো অনেক সুযোগ রয়েছে যেগুলো নিয়ে উদ্যোক্তা ও ডিজাইনারদের পরীক্ষা-নিরীক্ষা তথা গবেষণা করা উচিত। ডিজাইন সমসাময়িক বা রেট্রো যেমনই হোক তাতে যদি সৃজনশীলতার ও আন্তরিকতার স্পর্শ থাকে তবে সেটা শুধুমাত্র তরুণদের কাছেই নয় বরং সব বয়সী ক্রেতাসাধারণের কাছেই আকর্ষণীয় হয়ে উঠে। অনলাইন উদ্দ্যোক্তা হিসেবে আমাদের একটি বড় সুবিধা হচ্ছে আমরা আমাদের আইডিয়াগুলোকে সহজেই সম্ভাব্য ক্রেতার সামনে উপস্থাপন করতে পারি এবং তাদের ফিডব্যাক বা প্রতিক্রিয়াও নিতে পারি। তাই আমরা যারা অনলাইন উদ্দ্যোক্তা তাদের অবশ্যই উচিত খাদি শালের ডিজাইনে ভিন্নতা নিয়ে আসার চ্যালেঞ্জটিকে আরো গুরুত্বের সাথে নেয়া এবং এই কাজে সর্বোচ্চ চেস্টা অব্যাহত রাখা। বাহারি, সৃজনশীল ডিজাইনসমৃদ্ধ দেশীয় খাদি শাল শীতকালীন পোশাক হিসেবে দেশে-বিদেশে আরো বেশি সমাদৃত হবে এবং ক্রেতাসাধারণের মনে নিজের অবস্থানকে আরো সুদৃঢ় করে তুলবে বলে আমার বিশ্বাস।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *