খাদি থ্রি – পিসের প্রচারণা চালিয়ে যেতে হবে
পরিধেয় পোশাকের মধ্যে নারীরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে থ্রি – পিস। আর সুতি থ্রি – পিসের প্রতি সব সময় নারীদের আলাদা টান রয়েছে। যেকোন পরিস্থিতি হোক তা কোন অনুষ্ঠান বা অফিসিয়াল মিটিং বা বেড়াতে যাওয়া সবার পছন্দের তালিকায় থ্রি – পিস শোভা পায়। কাজেই থ্রি – পিসের ভালো একটি বাজার চাহিদা রয়েছে তা সহজেই বুঝা যাচ্ছে। তাই থ্রি – পিস নিয়ে আমাদেরকে নিয়মিত পোস্ট দিতে হবে।
খাদি নিয়ে কাজ করার সুবাদে অনেক ধরনের পোশাক নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। তার মধ্যে পাঞ্জাবী নিয়েই বেশি কাজ করা হয়েছে। তবে পাঞ্জাবীর পাশাপাশি বর্তমানে শাড়ি এবং থ্রি – পিস নিয়ে কাজ করছি এবং জানার চেষ্টা করছি কিভাবে থ্রি – পিসের চাহিদা বৃদ্ধি করা যায়। চাহিদা বৃদ্ধি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রচারণা বাড়াতে হবে।
প্রতিটি ওয়েভে আমরা সবাই মিলে সফলভাবে সেই পণ্যের প্রচার করতে পারি এবং সেই রেষ রয়ে যায় অনেকদিন। থ্রি – পিস নিয়েও এমন ওয়েভ হওয়ার প্রয়োজন যেখানে আমাদের দেশীয় থ্রি – পিস সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যাবে। যত বেশি থ্রি – পিসের তথ্য উঠে আসবে ততই চাহিদা তৈরি হবে।