অনলাইনে খাদি পাঞ্জাবীর কন্টেন্ট বৃদ্ধি করতে হবে
পাঞ্জাবী উপমহাদেশে ছেলেদের পরিধেয় বস্ত্রের মধ্যে অন্যতম একটি পোশাক। ধর্মীয় অনুষ্ঠান হোক বা সামাজিক ছেলেরা পছন্দের পোশাকের মধ্যে পাঞ্জাবীকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে। আর খাদি পাঞ্জাবী তাতো যুগ যুগ ধরেই এই উপমহাদেশের অন্যতম পরিধেয় বস্ত্র। খাদি কাপড়ের সাথে যেমন এদেশের মানুষের নিবিড় সম্পর্ক রয়েছে তেমনি রয়েছে পাঞ্জাবীর সাথে। কিন্তু সমস্যা হচ্ছে ছেলেদের এই অনুভূতিগুলো তেমন ফুঁটিয়ে তোলা হয় না। একজন নারীর যেমন শাড়ির সাথে অনেক ধরনের গল্প থাকে তেমনি একজন পুরুষের পাঞ্জাবীর সাথে অনেক গল্প থাকে। এই গল্পগুলো তুলে ধরতে হবে।
অনলাইনে পাঞ্জাবী লিখে সার্চ করলে গল্প আকারে তৈরি এমন কোন কন্টেন্ট খুঁজে পাই না। যার জন্য অনলাইনে পাঞ্জাবী মানেই মডেলদের ছবি আর সেল ভিত্তিক কিছু পোস্ট। একজন দেশি পণ্যের উদ্যোক্তা হিশেবে আমি খাদি কাপড়ের তৈরি পণ্য নিয়ে কাজ করছি যার মধ্যে অন্যতম হচ্ছে খাদি পাঞ্জাবী। পাঞ্জাবী নিয়ে কাজ করতে যেয়ে ক্রেতাদের সাথে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে এবং অনেক ক্রেতা আছেন যারা পাঞ্জাবী পরা ছবি দিয়েছেন। এই ক্রেতাদের নিয়ে গল্প তৈরি করতে হবে যা পাঞ্জাবীর কন্টেন্ট বৃদ্ধিতে সহায়তা করবে। যারা খাদি পাঞ্জাবী নিয়ে কাজ করছেন তাদেরকে অনুরোধ করবো পাঞ্জাবী নিয়ে নিজেদের অভিজ্ঞতাগুলো কন্টেন্ট আকারে তুলে ধরেন।