আরও বেশি খাদি শাড়ির প্রচার করতে হবে

খাদি কাপড়ের কথা উঠলেই খাদি দিয়ে তৈরি পাঞ্জাবী, শার্ট, শাল ইত্যাদির কথা বেশি মাথায় আসে। কিন্তু শাড়ির বিষয়টা মনে হয় একটু দূরেই রয়ে যায় অথচ বিগত বছরগুলো দেশীয় পণ্যের মধ্যে দেশীয় তাঁতের শাড়ির প্রচার হয়েছে সবচেয়ে বেশি। যার মধ্যে বিভিন্ন জেলায় তৈরি শাড়িগুলো সম্পর্কে আমরা জানতে পারছি। এর সবচেয়ে ভালো উদাহরণ হলো মানিকগঞ্জের শাড়ি। মাত্র কয়েকমাস শুধুমাত্র সবাই মিলে প্রচারের জন্য আজকে মানিকগঞ্জের শাড়ি অনলাইনে সবচেয়ে বেশি প্রচারিত শাড়ি হয়ে উঠেছে।

সেখানে খাদি নিয়ে সার্চ দিলেই শুধু খাদি পাঞ্জাবীর কথাই পাওয়া যায়। শাড়িকে সেভাবে ফোকাস করা হয় না বা খাদি শাড়ি নিয়ে আলাদা কোন প্রতিবেদন তেমন চোখে পরে না। অথচ খাদি শাড়ি হতে পারে এদেশের নারীদের অন্যতম পছন্দ। তবে এর জন্য প্রয়োজন খাদি শাড়ি নিয়ে প্রচারণা চালানো। আমরা যারা খাদি নিয়ে কাজ করছি আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে এক সময় খাদি শাড়িও ব্যাপক প্রচারণা হবে যা খাদি শাড়ির চাহিদা বৃদ্ধিতে সহায়তা করবে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *