History of Khadi

গত ১১ই এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল এবং ই-ক্যাবের যৌথ কার্যক্রমের অংশ হিসেবে ইডিসির পক্ষ থেকে কাকলী আপুর নেতৃত্বে আমরা একটা টিম মানিকগঞ্জের তাঁত পল্লি ভিজিটে যাই। সেখানে এতো সুন্দর সুন্দর তাঁতের পণ্য তৈরি হয় তা সেখানে না গেলে জানতাম না। কিন্তু সমস্যা হচ্ছে তাদের পণ্যের প্রচার নেই যার জন্য তা সাধারণ মানুষের কাছে অপরিচিত রয়ে গেছে। সেখানে যেয়ে দেখলাম তারা খাদি কাপড়ও বুনে। এমনকি বড় বড় নামকরা ব্রান্ডের জন্যও তারা খাদি কাপড় বুনছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আড়ং। যদি মানিকগঞ্জের এই তাঁত শিল্পের প্রচারণা বৃদ্ধি পায় তাহলে খাদির জন্য আলাদা আরেকটি সোর্স হবে যা মানিকগঞ্জের আশেপাশের জেলাগুলোর জন্য খাদি নিয়ে কাজ করতে সুবিধা তৈরি করবে। আমি আশাবাদী ডিজিটাল পল্লি হিসেবে মানিকগঞ্জের সফলতা দেশে তাঁত শিল্পের এক বৈপ্লবিক পরিবর্তন ঘটাবে এবং তা খাদি শিল্পের জন্যও আশীর্বাদ হয়ে আসবে। এতে করে মানিকগঞ্জ থেকে আমরা অনেক উদ্যোক্তা তৈরি হতে দেখবো যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *