উঁচু ক্লাসের ক্রেতাদের জন্য সিল্ক খাদির প্রচার চালাতে হবে

সিল্ক খাদি মূলত দামি হওয়াতে অনেকেই কিনতে চায়না। আবার এমন অনেক ক্রেতা আছেন যারা দামি পোশাক পরে অভ্যস্ত। তাদের জন্য সিল্ক খাদির প্রচার করতে হবে। সিক্ল খাদি মূলত ৫০% সুতি এবং ৫০% সিল্কের হয়ে থাকে। সিল্কের মধ্যে মুগা, তসর, মটকা সিল্কের প্রচলন বেশি। এগুলো দামি হওয়াতে মূলত উঁচু ক্লাসের ক্রেতাদের মধ্যেই এই খাদির চাহিদা বেশি দেখা যায়। অনেকে কুৃর্তি বানায় এবং তার সাথে সুতি চুড়িদার পেন্ট অথবা সিল্কের প্যান্ট কাটের পাজামা বানিয়ে থাকে। মূলত বড় বড় সেলিব্রিটি এবং জনপ্রতিনিধিদের মধ্যে সিল্ক খাদির ব্যবহার বেশি লক্ষ্য করা যায়। ভারতে সিল্ক খাদি ব্যবহারের মধ্যে তা আরও বেশি লক্ষ্য করা যায়। বাংলাদেশে সুতি খাদির পাশাপাশি সিল্ক খাদির ব্যবহার বৃদ্ধি করা প্রয়োজন। এতে করে সব ধরনের সিল্কের প্রচলন শুরু হবে যা রপ্তানিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এর জন্য অনেক বেশি প্রচারণা চালাতে হবে এবং এই টার্গেট কাস্টমারদের উদ্দেশ্য করেই প্রচারণা কেমন হওয়া উচিৎ এ বিষয় নিয়ে চিন্তাভাবনা করতে হবে। অর্থাৎ তাদের এনগেজমেন্ট যেখানে বেশি সেখানেই প্রচারণা চালাতে হবে। আশা করি আগামীতে বাংলাদেশে সুতি খাদির পাশাপাশি সিল্ক খাদির ব্যবহার বৃদ্ধি পাবে এবং এই খাদি কাপড় রপ্তানিতেও ভুমিকা রাখবে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *