ছোট গ্রুপের মাধ্যমে ভবিষ্যতে খাদির শিল্পের উন্নয়ন ঘটবে
দেশি পণ্যের প্রচারে গ্রুপের শক্তি আমরা সবাই দেখেছি। তখন থেকেই রাজিব আহমেদ স্যার বলতেন এক সময় ছোট গ্রুপের গুরুত্ব অনেক বেড়ে যাবে এবং এই গ্রুপগুলো প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২০২১ সালে প্রথম যখন আরিফা মডেল করা হয় তখন স্যার বলেছিলেন আগামী বছর হবে আরিফা মডেলের বছর অর্থাৎ এই মডেলের শক্তি সবাই উপলব্ধি করতে পারবে।
আরিফা মডেলের এই ১৬ মাসে ছোট গ্রুপে দেশি পণ্যের প্রচার বেড়েছে কয়েকগুণ। খাদি পণ্য নিয়ে প্রথমদিকে তেমন অনলাইন প্রচারণা না থাকলেও ছোট ছোট গ্রুপের কারনে এখন খাদি নিয়ে অনলাইন প্রচারণা অনেক বেড়েছে। গ্রুপ এডমিনদের নিয়ে ইভেন্টের মাধ্যমে আরিফা মডেলের কারনে তাদের গ্রুপগুলোর এক্টিভিটি কি পরিমাণ বেড়েছে তা জানা গেছে। এবং কিভাবে দেশি পণ্যের প্রচারণায় এসব ছোট গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তাও বলা হয়েছে। যদি এভাবে সবাই এক হয়ে একটি মাত্র উদ্দেশ্য সাধনে কাজ করে যায় তাহলে দিনশেষে তা সবার জন্য উপকার বয়ে নিয়ে আসবে।
ছোট গ্রুপের ফলে খাদির যে প্রচার হয়েছে আগামীতে তা আরও বাড়বে। এক পর্যায়ে দেখা যাবে সরকারি এবং বেসরকারি পর্যায়ে খাদি নিয়ে কোন উদ্যোগ গ্রহণ করতে গেলে এসব ছোট ছোট গ্রুপের এডমিনদের মতামতকে গুরুত্ব দেয়া হবে।