খাদির তরুণ উদ্যোক্তাদের দক্ষ করে তুলবে আরিফা মডেল
আমাদের দেশে অনেক তরুণ এখন পড়াশোনা করার অবস্থায় নিজের সামর্থ্য অনুযায়ী ছোট ছোট উদ্যোগ গ্রহণ করে থাকেন বা পার্ট টাইম জব করে থাকেন। এক সময় পড়াশোনা পাঠ চুকিয়ে এসব উদ্যোক্তারা নিজেদের উদ্যোগকে বড় করে তোলার স্বপ্ন দেখেন। আজকের অভিজ্ঞতাগুলো আগামী দিনে সফল উদ্যোক্তা হতে কাজে লাগাতে চান।
খাদি নিয়ে কাজ করে এমন অনেক তরুণ উদ্যোক্তা রয়েছে যারা অনলাইনে তাদের উদ্যোগ পরিচালনা করছে। তাদের জন্য দক্ষতা বৃদ্ধির অন্যতম মাধ্যম হতে পারে আরিফা মডেল। আরিফা মডেল থেকে সবচেয়ে বেশি উপকার পেতে পারেন যারা এখনও পড়াশোনা করছেন তারা। আর পড়াশোনার পাশাপাশি যদি উদ্যোক্তা হোন তাহলেতো আরিফা মডেল তাদের জন্য আশীর্বাদ স্বরূপ। কারন আরিফা মডেল ফলো করে যে কারোও লেখার গতি, দ্রুত পড়ার ক্ষমতা, কম সময়ে যেকোন বিষয়ে স্বীদ্ধান্ত নেয়া, ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারেন। এর কারন যারা ১০ মিনিট রাইটিং পোস্ট, রিডিং সিলেবাস, ইংরেজি পত্রিকা, বিদেশি ম্যাগাজিন, কিশোর ক্লাসিক পড়বে তারা সবদিক থেকে দক্ষ হয়ে উঠতে পারবে। তাই আমি মনে করি যারা খাদির তরুণ উদ্যোক্তা রয়েছে তাদেরকে সিরিয়াসভাবে আরিফা মডেল ফলো করা উচিৎ।