গত ১৭ই মে ইস্টার্ন ইউনিভার্সিটিতে ই-কমার্স ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে অফলাইন ইভেন্ট আয়োজনের মাধ্যমে। এবং ইস্টার্ন ইউনিভার্সিটিকে অনুরোধ করা হয়েছে দেশীয় যেকোন একটি পণ্যকে পরিচিতি করার লক্ষ্য কাজ করার জন্য। ঠিক এভাবে যদি প্রতিটি ইউনিভার্সিটির ই-কমার্স ক্লাব একটি একটি করেও দেশীয় যেকোন পণ্যের প্রচারে কাজ করে যায় তাহলে দেশীয় পণ্যের প্রচার দ্রুত বৃদ্ধি পাবে। সেই সাথে পণ্য নিয়ে গবেষণা, রিপোর্ট তৈরি, ই-কমার্সে এর অবদান ইত্যাদি বিষয়গুলো নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরা সহজ হবে। ই-কমার্স ক্লাবের জন্য দেশীয় পণ্যের প্রচারে নানাবিধ সুযোগ তৈরি হবে। একদিন হয়তো কোন ইউনিভার্সিটি খাদি নিয়ে কাজ করবে। এর ফলে খাদির যে শুধু প্রচার বৃদ্ধি পাবে তা কিন্তু নয় সেই সাথে ছাত্রজীবন থেকে খাদি সম্পর্কে জেনে একজন ছাত্র আগামীতে যখন উদ্যোক্তা হবে তখন খাদি নিয়ে কাজ করবে। আর তার জন্য উদ্যোগ পরিচালনা করা অনেক সহজ হবে। ই-কমার্স ক্লাবের মাধ্যমে খাদি নিয়ে ইউনিভার্সিটিতে মেলার আয়োজন করা হবে, গবেষণা হবে, রিপোর্ট তৈরি করা হবে, ই-কমার্সে কিভাবে খাদিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে কাজ করা হবে। অর্থাৎ একটি ইউনিভার্সিটি যদি একটি পণ্যের প্রমোশনে কাজ করে তাহলে সেই পণ্যটিকে যে কারোও নজরে আনা সহজ হবে। আমি আশাবাদী একদিন ইউনিভার্সিটিতে খাদি নিয়েও কাজ শুরু হবে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *