History of Khadi

বাংলাদেশের খাদি নিয়ে অনেক সম্ভাবনা রয়েছে তা দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে হোক বা রপ্তানি খাতে হোক। খাদি নিয়ে ক্রেতাদের একটা মানসিক বিষয় কাজ করে তা হচ্ছে খাদি মোটা কাপড় যা শুধুমাত্র শীতকালেই পরার জন্য উত্তম। কিন্তু বাস্তবে পাতলা খাদিও তৈরি হয়। সমস্যা হচ্ছে খাদি মোটা কাপড় শুনতে শুনতে আমরা অভ্যস্ত এবং সেই বিষয়টাই আমাদের মাথায় গেঁথে আছে। ক্রেতার এই মনস্তাত্ত্বিক বিষয়টাকে কাজে লাগিয়ে শীতকালকে কেন্দ্র করে বাংলাদেশের খাদির চাহিদা বৃদ্ধিতে কাজ করতে হবে। শীত মানেই ফ্যাশন দুনিয়ায় নতুন নতুন পোশাকের আধিপত্য দেখা যায়। যার মূলে থাকে মোটা কাপড় এবং শীত নিবারণের জন্য উপযোগী কাপড়। মূলত হাতে বুনা খাদিটা মোটা হয়ে থাকে। তাই এই কাপড় দিয়ে শীতকালীন পোশাক তৈরি করা যেতে পারে। এদিকে আমাদের দেশীয় পোশাক নিয়ে কাজ করা ফ্যাশন হাউজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা শুধু দেশীয় ক্রেতাদের চাহিদা পূরণ করবে তা কিন্তু নয়। কিভাবে শীতকালীন খাদি পোশাক রপ্তানিতে ভূমিকা রাখতে পারে এনিয়ে কাজ করতে পারে। এর পাশাপাশি আমরা যারা ছোট উদ্যোক্তা আছি তারাও নিজ নিজ উদ্যোগের মাধ্যমে খাদির শীতকালীন পোশাককে জনপ্রিয় করে তুলতে পারি। এতে করে বাংলাদেশের খাদির প্রচার বৃদ্ধি পাবে যা চাহিদা বৃদ্ধিতে সহায়তা করবে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *