সাম্প্রতিক সময়ে অনলাইনে দেশীয় শালের ওয়েভের কল্যাণে খাদি শালের জনপ্রিয়তা অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে, পাচ্ছে। আরামদায়ক কাপড়, সৃজনশীল আধুনিক ডিজাইন ও সাশ্রয়ী মূল্যের কারনে দেশীয় অন্যান্য শালের পাশাপাশি খাদি শাল নিয়েও ক্রেতাসাধারণের মাঝে দারুন আগ্রহ তৈরি হয়েছে এবং আসন্ন শীতকে সামনে রেখে অনেকে ইতিমধ্যেই নিজেদের পছন্দ অনুযায়ী খাদি শাল কিনেছেন বা অচিরেই কিনতে যাচ্ছেন। খাদি শালের ক্রমবর্ধমান এই জনপ্রিয়তা সারা বছর ধরে রাখতে হলে দেশের আভ্যন্তরীণ বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজার অর্থাৎ বিদেশে রপ্তানির বিষয়টি নিয়ে আরো গুরুত্বসহকারে ভাবতে হবে এবং সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ করে যেতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশী প্রবাসী যারা বসবাস করেন সেসব দেশের অনেকগুলোই মূলত শীতপ্রধান দেশ। ফলে সেসব দেশে খাদি শালের মতো শীতকালীন পোশাকের চাহিদা থাকে বলতে গেলে সারা বছরই জুড়েই। এই সুযোগকে কাজে লাগিয়ে খাদি উদ্যোক্তারা প্রবাসী ক্রেতাদের মাধ্যমে এই সব শীতপ্রধান দেশগুলোতে খাদি শালের সম্ভাবনাময় একটি রপ্তানি বাজার তৈরিতে মনোনিবেশ করতে পারে। এক্ষেত্রে প্রবাসীদের রুচি, পছন্দ-অপছন্দ, প্রয়োজনীয়তা ও চাহিদাকে যেমন প্রাধান্য দিতে হবে তেমনি সেসব দেশের স্থানীয়দের পোশাক-পরিচ্ছদের ধরণ ও বিদ্যমান ঐতিহ্য এবং তাদের দেশের প্রচলিত সাম্প্রতিক ফ্যাশন ট্রেন্ড বা প্রবণতা নিয়েও গভীরভাবে ভাবতে হবে। উদ্যোক্তাদেরকে সর্বদা অনুসন্ধিৎসু মন নিয়ে খাদি কাপড়ের সার্বিক উন্নয়নে সৃজনশীলভাবে কাজ করে যেতে হবে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *