রাজিব আহমেদ স্যার জুন মাস থেকেই সবাইকে শাল নিয়ে পোস্ট দিতে বলেছেন। এর ফলে যারাই শাল নিয়ে পোস্ট দেয়া শুরু করেছেন তাদের শাল সম্পর্কে সবাই জানতে পারছেন এবং অনেকে এখন থেকেই কোন ধরনের শাল শীতের জন্য ক্রয় করবেন তা বাছাই করে রাখছেন। তাই যারা খাদি উদ্যোক্তা রয়েছে তাদের এখন থেকেই নিজ নিজ উদ্যোগের শাল নিয়ে নিয়মিত পোস্ট দিতে হবে। এ বছর কোন ধরনের শাল তাদের উদ্যোগে নিয়ে আসছে এনিয়ে জানাতে হবে। তার সাথে গত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ বছর তা নিয়ে কাজ করতে হবে। নতুন নতুন ডিজাইনের খাদি শাল নিয়ে পোস্ট দিতে হবে। বর্তমানে আমাদের দেশীয় প্রতিটি শাল বাজারে আলাদা যায়গা করে নিয়েছে বিশেষ করে অনলাইন বাজারে দেশি শালের চাহিদা অনেক বেড়েছে। এটি সম্ভব হয়েছে সারা বছর আমরা শাল নিয়ে পোস্ট দেয়ার ফলে। গরমকালেও দেশীয় শাল অনলাইনে বিক্রি হয়। অথচ দুই বছর আগেও শালের বাজারে দেশি শালের তেমন গুরুত্ব ছিল না। একজন খাদি উদ্যোক্তা হিসেবে আমার দায়িত্ব নিজ উদ্যোগের শাল নিয়ে ক্রেতার কাছে বিভিন্ন তথ্য তুলে ধরা যেন তারা খাদি শাল সম্পর্কে জানতে পারে। যারা খাদি উদ্যোক্তা রয়েছেন তাদের সবাইকে বলব খাদি শাল নিয়ে নিয়মিত পোস্ট দেয়ার জন্য।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *