দুই আড়াই বছর আগেও বাজারে বিদেশি শালের দৌরাত্ব ছিল চোখে পরার মতো। শাল বলতেই আমরা বিদেশি পশমিনা শালকে বেশি গুরুত্ব দিতাম। অথচ আমাদের দেশীয় শালের গুণগত মান, ডিজাইন, উৎপাদন সবকিছুই ভালো। কিন্তু সমস্যা ছিল এসব শালের তেমন প্রচারণা ছিল না। ২০১৯ সালের শেষের দিকে রাজিব আহমেদ স্যার যখন দেশি পণ্যের ই-কমার্স নিয়ে চেষ্টা করতে লাগলেন তখন থেকেই দেশীয় পণ্যের অনলাইন প্রচার আস্তে আস্তে বৃদ্ধি পেতে লাগলো। একটা সময় দেশি পন্য নিয়ে হাজার হাজার পোস্ট আসা শুরু হলো যা ছিল দেশি পন্য প্রচারের অন্যতম মাধ্যম। সেই সুবাদেই দেশীয় শালের প্রচার শুরু হলো। খাদি, জামদানি মটিফ, বাটিক, খেশ, সিল্ক, মণিপুরী, বিসকস, ব্লক, হ্যান্ডপেইন্ট, বম ইত্যাদি আরও অনেক দেশীয় শাল সম্পর্কে আমরা জানতে পারলাম এবং এর ফলে ক্রেতাদের মধ্যে দেশি শাল নিয়ে আগ্রহ তৈরি হলো। এর ফলস্বরূপ আমরা অনেক উদ্যোক্তাই বিদেশেও দেশি শাল পাঠিয়েছি। অর্থাৎ দেশি শাল এখন সারা বছর বিক্রি হয়। এই সবকিছু সম্ভব হয়েছে শুধুমাত্র প্রচারণার জন্য। তাই এখন থেকেই আমাদেরকে আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শাল নিয়ে কাজ করতে হবে। আগের বছর খাদি শাল নিয়ে যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে সেগুলো সমাধান করে নিতে হবে। বর্তমানে কোন ডিজাইনের শালের চাহিদা বেশি এনিয়ে তথ্য সংগ্রহ করে খাদির নতুন ডিজাইনের শাল তৈরি করতে হবে। এই সবকিছুর জন্য প্রয়োজন যথেষ্ট সময়। তাই এখন থেকেই যদি কাজ করা যায় তাহলে ঠিক সময় ক্রেতার পছন্দের শালটি তার হাতে তুলে দেয়া সম্ভব হবে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *