খাদির অনলাইন ডিরেক্টরি তৈরি করতে হবে
বর্তমানে দেশীয় পণ্য দিন দিন অনলাইনে বেশ পরিচিত হয়ে উঠছে, ২০১৯ সালেও এই অবস্থা ছিল না। তখন অনলাইন মানেই বিদেশি পণ্যের ছড়াছড়ি। যত দিন যাচ্ছে অনলাইনে খাদির কন্টেন্ট বৃদ্ধি পাচ্ছে তা হতে পারে লিখিত, ছবি, অডিও এবং ভিডিও। এছাড়া খাদি নিয়ে ওয়েবসাইট তৈরির ফলে খাদির তথ্য একটি নির্দিষ্ট জায়গায় পাওয়া যাচ্ছে।
এখন প্রয়োজন খাদি নিয়ে কাজ করছে এমন উদ্যোক্তাদের অনলাইন ডিরেক্টরি তৈরি করা। যেমন ঃ অনলাইনে যত খাদির ওয়েবসাইট এবং পেইজ রয়েছে তার তথ্যগুলো একসাথে থাকবে। এর ফলে ক্রেতা-বিক্রেতা উভয়ের সুবিধা হবে খাদির সব তথ্য এক জায়গায় পাওয়ার। এর ফলে একজন ক্রেতা যেমন তার পছন্দের খাদি পণ্যটি পছন্দের উদ্যোক্তা এবং পেইজ থেকে সহজে খুঁজে নিতে পারবে তেমনি একজন উদ্যোক্তা তার খাদি নিয়ে প্রয়োজনীয় তথ্য এই ডিরেক্টরি থেকে খুঁজে পাবে।
শুধু খাদি পণ্য নয় দেশীয় ঐতিহ্যবাহী প্রতিটি পণ্যের অনলাইন ডিরেক্টরি থাকা প্রয়োজন। এর ফলে ক্রেতা-বিক্রেতা যেমন সুবিধা পাবেন তেমনি দেশীয় পণ্যের সার্ভে এবং রিসার্চ করতেও এসব ডিরেক্টরি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।