শত বৎসরেরও বেশি প্রাচীন একটি প্রক্রিয়ায় বাংলার ঐতিহ্যবাহী খাদি কাপড় তৈরি করা হয়। চরকায় সুতা কাটা এবং সেই সুতা থেকে হাতের সারিবদ্ধ বুননে তৈরি দেশীয় খাদি নিঃসন্দেহে একটি সতন্ত্র শিল্প কৌশল যা শত বছরের বেশি প্রাচীন ঐতিহ্যকে বহন করে চলেছে। আজকে নতুন প্রজন্মের যারাই খাদি পোশাক ব্যবাহার করছে বা দেশীয় পণ্য হিসেবে খাদি নামের সাথে পরিচিত তাদের অনেকেই খাদির এই সুপ্রাচীন ঐতিহ্য সম্পর্কে জানেন না। এর প্রধান কারন হলো কিছুদিন আগে পর্যন্ত অনলাইনে দেশীয় খাদি নিয়ে সার্চ করলে ভালো কোন বাংলা বা ইংরেজি কন্টেন্ট খুজে পাওয়া যেত না। বর্তমানে দেশীয় খাদির বাজার চাহিদাকে বাড়াতে আমার মতো অনলাইন উদ্দ্যোক্তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে যাচ্ছেন এবং এর সুফল আমরা ইতিমধ্যেই পেতে শুরু করেছি। যার প্রতিফলন খাদির জনপ্রিয়তার ঊর্ধ্বগতি।
খাদি সম্পর্কে নতুন প্রজন্মকে আরো বেশি করে জানানোর জন্য বিভিন্ন ফরম্যাটে আরো বেশি করে কন্টেন্ট তৈরি করা প্রয়োজন। চমৎকার ছবি দিয়ে তথ্যসমৃদ্ধ আর্টিকেল ইতিমধ্যেই মিডিয়াতে লেখা শুরু হয়েছে খাদির উদ্যোক্তাদের কল্যাণে। সোশ্যাল মিডিয়াতেও প্রচার-প্রচারণা চলছে। এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে তথ্যচিত্র। ব্যক্তি পর্যায়ে এটা করা হয়তো সহজ হবে না, তবে দেশীয় খাদির উদ্যোক্তাদের কয়েকজন একত্রিত হয়ে খাদি নিয়ে একটি মানসম্মত তথ্যচিত্র সহজেই তৈরি করতে পারেন এবং তা অনলাইনে প্রচারের ব্যবস্থা করতে পারেন। একটি তথ্যচিত্রের মাধ্যমে খাদি সম্পর্কিত অনেক অজানা অথচ গুরুত্বপূর্ণ তথ্যই সাধারন মানুষকে খুব সহজেই জানানো সম্ভব হবে। তথ্যচিত্র যেহেতু একটি ভিজ্যুয়াল মিডিয়া তাই এর মাধ্যমে শেয়ার করা তথ্য অনেক বেশি কার্যকরভাবে মানুষের মনে দাগ কাটবে, তাদের মনে জায়গা করে নিবে এবং ফলশ্রুতিতে খাদি সম্পর্কে তাদেরকে আরো বেশি আগ্রহী করে তুলবে।
এই তথ্য চিত্রে মূলত দেশীয় খাদির প্রাচীন ঐতিহ্যগত বিভিন্ন দিক তুলে ধরতে হবে। পাশাপাশি চরকায় সুতো তোলা থেকে শুরু করে হাতের স্পর্শে খাদির পুরো বুনন প্রক্রিয়া সম্পর্কে অবগত করা হবে দর্শকদের। সর্বোপরি তাঁতিদের জীবন ও জীবিকাসহ খাদি শিল্পের সাথে জড়িত প্রতিটি বিষয়ের বাস্তবচিত্র ফুটিয়ে তুলতে হবে। মোটকথা এমনভাবে তথ্যচিত্রটি নির্মাণ করতে এবং বিভিন্ন তথ্য উপস্থাপন করতে হবে যাতে করে খাদি সম্পর্কে সাধারণ মানুষের মনোভাবে ইতিবাচক পরিবর্তন আসে এবং খাদি পোশাক ব্যবহারে তারা আরো বেশি আগ্রহী হয়ে উঠেন।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *