দেশীয় খাদি কাপড়ের তৈরি পণ্যের প্রচারে মিডিয়া প্রচারণা বাড়াতে হবে
কোন বিষয়কে সাধারণ মানুষের মাঝে দ্রুত ছড়িয়ে দিতে মিডিয়া সবচেয়ে এগিয়ে। অনলাইন মিডিয়া এবং অফলাইন মিডিয়া উভয়ের মাধ্যমেই প্রচারণার এই কাজটি হয়ে থাকে। আমাদের দেশীয় পণ্যের প্রচারের ক্ষেত্রেও মিডিয়া গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। এর ফলে দেশীয় পণ্য সম্পর্কে সাধারণ মানুষের জানতে সুবিধা হবে।
খাদি কাপড়ের তৈরি পণ্য আমাদের দেশের মানুষের কাছে আবেগের একটি নাম বলা চলে। বিশেষ করে বয়স্কদের কাছে এই পণ্যের প্রতি আগ্রহ বেশি দেখা যায়। কিন্তু নতুন প্রজন্ম এদিক থেকে অনেকটা পিছিয়ে আছে। তাদেরকে দেশীয় খাদি পণ্য নিয়ে জানতে মিডিয়াগুলো গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। মিডিয়ার মাধ্যমে খাদি নিয়ে আলোচনা হয়ে থাকলেও সেগুলো অনেক আগের। যদি প্রতিনিয়ত খাদি পণ্য নিয়ে বিভিন্ন মিডিয়ায় আলোচনা হয় তাহলে খাদি পণ্যের সম্ভাবনাগুলো উঠে আসবে এবং সে অনুযায়ী নীতিনির্ধারকেরা তাদের উদ্যোগ গ্রহণ করতে পারবে।
তাই দেশীয় খাদি পণ্যের প্রচারের ক্ষেত্রে মিডিয়াকে এগিয়ে আসতে হবে।