খাদি নিয়ে এদেশের মানুষের মধ্যে আলাদা একটা অনুভূতি রয়েছে। তবে কথা হচ্ছে বর্তমানে যারা তরুণ রয়েছে তারা এই পণ্যের সাথে সেভাবে জড়িত নেই। এর কারন এখনকার যে তরুণ সমাজ তাদের সব কিছু জানার ক্ষেত্র হচ্ছে অনলাইন। আর অনলাইনে বাংলাদেশের খাদি নিয়ে কয়েকটি প্রতিবেদন আর সেল পোস্ট ছাড়া তেমন কিছু পাওয়া যাবে না। তাই তরুণদের মাঝে খাদি নিয়ে আগ্রহ তৈরি করতে প্রয়োজন অনলাইনে খাদির বেশি বেশি প্রচারণা।
২০১৯ সাল থেকে নিজ অভিজ্ঞতার আলোকে দেখা আসছি কিভাবে অনলাইনে দেশি পণ্যের প্রচার বৃদ্ধি পেয়েছে। রাজিব স্যার ফেসবুককে কাজে লাগিয়ে অপরিচিত দেশি পণ্যের প্রচার বৃদ্ধির জন্য যেসব অভিনব আইডিয়া নিয়ে কাজ করেছেন তার প্রতিফলন আমরা সবাই দেখতে পেয়েছি। খুব বেশি দূরে যেতে হবে না। বর্তমানে যে বিষয়টি আমাদের সবার নজর কেড়েছে মানিকগঞ্জের তাঁতের শাড়ি। মাত্র একমাসে যেই জেলার তাঁত নিয়ে আমরা আগে কোথাও শুনিনি এখন অনলাইনে সবচেয়ে বেশি প্রচারিত এই জেলার তাঁতে তৈরি শাড়ি। এটি সম্ভব হয়েছে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার কারনে। প্রতিদিন সবাই মানিকগঞ্জের শাড়ি নিয়ে লিখে যাচ্ছি যার জন্য এখন এই শাড়িটি অনলাইনে সবচেয়ে বেশি প্রচারিত পণ্য। ঠিক এভাবেই যদি খাদি নিয়ে কাজ করা যায় তাহলে খাদির প্রচারও বৃদ্ধি পাবে এবং তরুণদের মধ্যে এই পণ্য নিয়ে আগ্রহ তৈরি হবে যা বর্তমানে অনেক বেশি প্রয়োজন।