একটি পণ্যকে বাজারে সারা বছর টিকিয়ে রাখতে হলে সেই পণ্যের সারা বছরের চাহিদা তৈরি করতে হবে। অর্থাৎ যেন পণ্যটি সারা বছর চলমান থাকে। খাদি কাপড়ের ব্যবহার অনেক আগের এবং এই কাপড়ের সাথে জড়িয়ে আছে নানাবিধ স্মৃতি। আমাদের দেশে খাদি কাপড় বলতে একটা কথায়ই মাথায় আসে মোটা কাপড়। এর অবশ্য কারন আছে। কারন সেভাবেই শুরুতে খাদিকে পরিচিত করে তোলা হয়েছিল। কাজেই এই মোটা কাপড়ের চিন্তা মাথায় আসতেই মানুষের মনে হয় শীতকালীন পোশাকের জন্য উপযুক্ত কাপড়। কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন। কারন খাদির বিপরীতধর্মী বৈশিষ্ট্য রয়েছে।
কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না খাদি শুধু পোশাকের জন্য ব্যবহার হয় তা কিন্তু নয়। পোশাক ছাড়াও অন্যান্য কাজে খাদি কাপড় ব্যবহার করা হয়ে থাকে। এই যেমন হোম ডেকরের পণ্য। খাদির এই নানাবিধ ব্যবহারি বৃদ্ধি করতে হবে। যদি তা করা যায় তাহলে সারা বছর খাদি কাপড়ের তৈরি পণ্যের চাহিদা থাকবে যা উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে এবং এর ফলে তাঁতিদের ব্যস্ততা বাড়বে। তবে আমাদেরকে হাতে তৈরি খাদি কাপড়ের ব্যবহার বৃদ্ধির দিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে।