আমরা আমাদের পণ্যের চাহিদা বৃদ্ধির জন্য নানা উপায় খুঁজে থাকি এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করি। তবে কিছু কিছু মার্কেটিং পলিসি আছে যেগুলোর মাধ্যমে খুব সহজে পণ্যের চাহিদা বৃদ্ধি করা সম্ভব। আর এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রিয়েল মার্কেটিং।
রিয়েল মার্কেটিং হচ্ছে যাকে বলা হয় ক্রেতা সন্তুষ্টি। অর্থাৎ একজন ক্রেতাই আরেকজন ক্রেতাকে পণ্য কিনতে উৎসাহী করে তুলবে। আমাদের দেশীয় পণ্যের চাহিদা বৃদ্ধিতে আমরা এই মার্কেটিং পলিসি বেছে নিতে পারি। আমি একজন খাদি উদ্যোক্তা তাই আমি যদি চিন্তা করি খাদির চাহিদা বৃদ্ধিতে রিয়েল মার্কেটিং নিয়ে কাজ করবো তাহলে এটা আমার উদ্যোগের জন্য সুফল বয়ে আনবে। আমার একজন খাদি ক্রেতা যদি সন্তুষ্ট হয়ে অন্য আরেকজন ক্রেতাকে খাদি পণ্য ক্রয় করতে উৎসাহ প্রদান করে তাহলে সেটা হবে আমার উদ্যোগের জন্য রিয়েল মার্কেটিং। তবে এর জন্য প্রথম যে ক্রেতা ছিল তাকে আগে ভালো সার্ভিস দিতে হবে যেন তিনি অন্য আরেকজন ক্রেতাকে খাদি পণ্য কিনতে উৎসাহ প্রদান করেন। রাজিব আহমেদ স্যার আমাদেরকে সব সময় বলেন ক্রেতাকে সম্মান করতে। কারন ক্রেতা সন্তুষ্টি একজন উদ্যোক্তার উদ্যোগ পরিচালনার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। তাই খাদির চাহিদা বৃদ্ধিতে আমরা রিয়েল মার্কেটিং এর পলিসি অনুসরণ করতে পারি।