বিদেশে খাদির প্রচারে দেশীয় ফ্যাশন হাউজগুলোর গুরুত্ব তুলে ধরতে হবে।
বর্তমানে দেশি পণ্যের উদ্যোক্তাদের মাধ্যমে অনলাইনে খাদি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। খাদি এমন একটি কাপড় যা অন্যান্য যেকোন কাপড়ের সাথে সহজে মানিয়ে নেয়া যায়। এর বড় উদাহরণ হচ্ছে খেশ ও খাদির কম্বিনেশন। নিগার আপু তার খেশ কুর্তি পিসের সাথে খাদি ওড়না এড করে দুইটি কাপড়ের কম্বিনেশন করেছেন যা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি দেশি দুইটি ঐতিহ্যের…