অনলাইনে খাদির প্রচারে অনলাইন খাদি মেলার আয়োজন করতে হবে।
অনলাইনে খাদির প্রচারে মেলার আয়োজন করা যেতে পারে। যেখানে অনলাইন উদ্যোক্তারা তাদের উদ্যোগের খাদি পণ্য তুলে ধরতে পারবে। সবচেয়ে ভালো হয় যদি এখানে আমরা সেলের দিকে ফোকাস না করে পণ্যের প্রচারের দিকে ফোকাস করি। বিভিন্ন জেলা থেকে খাদি উদ্যোক্তা এবং ক্রেতাদের মধ্যে ভালো একটি সম্পর্ক তৈরি হবে এই মেলার মাধ্যমে। আর অনলাইনে মেলার আয়োজন করা…