২০২১ হবে খাদি শালের বছর।
খাদি শালের বছর হবে এটি গত বছর শীতে আমরা দেখেছি অনলাইনে বিদেশি শালকে পেছনে ফেলে দেশীয় শালের চাহিদা ছিল অনেক। অস্বাভাবিক পরিস্থিতির কারনে বিদেশি শালের তেমন আমদানি না থাকায় সবাই দেশীয় শাল ব্যবহার করার সুযোগ পেয়েছে এবং এই সুযোগে তারা দেশি শালের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। দেশি শালের মধ্যে খাদি শালেরও চাহিদা ছিল। তবে আমি…