|

খাদির ক্রেতাদের সম্মান জানাতে হবে। http://www.facebook.com/khadibdpage খাদি আমাদের শত বছরের ঐতিহ্য। খাদির সাথে মিশে আছে এদেশের অনেক ইতিহাস। এক সময় খাদি ছিল উপমহাদেশের প্রতিবাদের ভাষা। এই উপমহাদেশে আমরা নিজেদের স্বাধীনতা অর্জনের জন্য বেছে নিয়েছি নিজেদের নিজস্ব স্বত্বাকে প্রতিবাদ হিসেবে। কারন নিজস্ব জিনিসের মধ্যে এক ধরনের আবেগ লুকিয়ে থাকে যা অন্য কিছু দিয়ে পূরণ করা সম্ভব…

খাদি ব্লেজারের চাহিদা বৃদ্ধি করতে হবে।

খাদি ব্লেজারের চাহিদা বৃদ্ধি করতে হবে।

অফিসিয়াল লুকে ব্লেজার একটি অতি পরিচিত নাম। এবং স্মার্ট পোশাক হিসেবেও ব্লেজারে কদর রয়েছে সব সময়। ব্লেজার ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই হয়ে থাকে শুধু কাটে ভিন্নতা লক্ষ্য করা যায়। বিভিন্ন ধরনের কাপড় দিয়ে ব্লেজার তৈরি করা হয়ে থাকে। তবে একটু মোটা কাপড়ের ব্যবহার এখানে বেশি লক্ষ্য করা যায়। সেই কথা চিন্তা করলে হাতে বুনা…

হাতে বুনা খাদির প্রচার বৃদ্ধি করতে হবে।

হাতে বুনা খাদির প্রচার বৃদ্ধি করতে হবে।

হাতে বুনা খাদি মোটা এবং সময় সাপেক্ষ হওয়ার কারনে বর্তমানে আমরা মেশিন মেইড খাদির উপর অনেকেটা নির্ভরশীল হয়ে পড়েছি। তবে আমাদের ভুলে গেলে চলবে না আমাদের ঐতিহ্য হচ্ছে হাতে বুনা মোটা খাদি কাপড়। হাতে বুনা খাদির ব্যবহার কমে যাওয়ার আরেকটি মূল সমস্যা হচ্ছে তাঁত এবং তাঁতির অভাব। এই অভাব কিভাবে দূর করা যায় এজন্য অবশ্য…