খাদি হিজাব আমার দখলে থাকবে সবসময়
“হিজাব হচ্ছে আমার অহংকার, হিজাব হচ্ছে আমার অধিকার, আর সেটা যদি হয় একদম খাঁটি দেশীয় হিজাব তাহলে তো কথাই নেই। দেশীয় যে কটা হিজাব এই পর্যন্ত ব্যবহার করেছি সবগুলো এতটা আরামদায়ক যে আসলে সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমার মত রা গরমে অতিষ্ঠ হয়ে যায় অল্পতেই,তাদের জন্য এই দেশীয় হিজাবগুলো যথেষ্ট আরামদায়ক এবং স্বস্তি…