খাদির এক্সক্লুসিভ ডিজাইনের দিকে নজর দিতে হবে।
খাদির এক্সক্লুসিভ ডিজাইনের দিকে নজর দিতে হবে খাদি কাপড়ের পোশাক যদি আমরা দেখি সেখানে বেশিরভাগ নরমাল পোশাক চোখে পড়বে। শাড়ি এবং থ্রি – পিসগুলো একি রকম হয়ে থাকে অর্থাৎ এতে তেমন কোন কাজ করা থাকেনা। এবং বেশিরভাগ পোশাক হয়ে থাকে সুতি খাদির। অথচ সুতি ছাড়াও সিল্ক এবং তসরের খাদি হয়ে থাকে। যদি খাদি পোশাকের ডিজাইনে…