আরিফা মডেলের ১৪ মাসে খাদির প্রচার বৃদ্ধি পেয়েছে

আজ আরিফা মডেলের ১৪ মাস সম্পূর্ণ হয়েছে। ১৪ মাস আগে রাজিব স্যার আরিফা মডেল তৈরির মাধ্যমে দেশি পণ্যের উদ্যোক্তা এবং জেলা ভিত্তিক বিভিন্ন তথ্য এবং পণ্যের প্রচারের জন্য এই মডেলের যাত্রা শুরু করেন। প্রথম থেকেই স্যার বলে এসেছেন আরিফা মডেল কোন ব্যক্তি কেন্দ্রিক কিছু না বরং এটি সম্পূর্ণ লেখাপড়ার এবং স্কিল ডেভেলপ করার জন্য সবাইকে সহায়তা করবে।
আরিফা মডেলের কারনে আমাদের দেশীয় পণ্যগুলোর প্রচার বৃদ্ধি পাচ্ছে। এর ফলে আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো নিয়ে পূণরায় জানার সুযোগ তৈরি হয়েছে। একজন দেশি পণ্যের উদ্যোক্তা হিসেবে এর সুফল আমি পেয়েছে। যেহেতু আমি খাদি নিয়ে কাজ করছি তাই এই শিল্পের অনলাইন প্রচারে আরিফা মডেল কতটা গুরুত্ব বহন করছে তা আমার অজানা নয়।
এখন অনেক ছোট ছোট গ্রুপ আরিফা মডেল ফলো করছে যার মাধ্যমে বিভিন্ন গ্রুপে খাদি নিয়ে লেখালেখি হচ্ছে। এর ফলে অনেকের কাছেই খাদি নিয়ে জানার সুযোগ তৈরি হচ্ছে। ‘খাদিবিডি’ গ্রুপের সূচনা হয়েছে বেশিদিন হয় নি কিন্তু সেখানে আরিফা মডেল ফলো করে অনেকেই খাদি নিয়ে নানা ধরনের তথ্য তুলে ধরছে এবং আরিফা মডেলের কারনে এসব লেখার মান অনেক বৃদ্ধি পেয়েছে।
তাই খাদির প্রচাররে আরিফা মডেলের গুরুত্ব অপরিসীম। আমি আশাবাদী আগামী বছর আরিফা মডেল অনেক দূর এগিয়ে যাবে এবং এক সময় আরিফা মডেল নিয়ে অনেক বড় কিছু হবে।