
হাতে বুনা খাদির ঐতিহ্য আমাদের দেশে ১০০ বছরের। হাতে বুনা খাদি মোটা হওয়াতে অনেকে মনে করে শীতে এই কাপড় দিয়ে পোশাক বানিয়ে পরাই উপযুক্ত। তবে খাদির বিশেষত্ব হচ্ছে শীত বা গরম দুই সময়ে খাদি পোশাক পরে ভিন্ন অনুভূতি হয়। অর্থাৎ শীতে খাদিতে গরম অনুভূতি হয় আর গরমে ঠান্ডা। যেহেতু মানুষের সাইকোলজি এতো সহজে পরিবর্তন করা যাবেনা তাই আমাদেরকে এবার শীতের শালকে টার্গেট করেই কাজ করতে হবে এবং খাদির বিশেষত্ব নিয়ে বেশি বেশি প্রচারণা চালাতে হবে। দেশি শালের চাহিদা গত বছর থেকেই অনেক বেশি। একেতো পরিস্থিতির জন্য বিদেশি শাল বাজারে আসতে পারেনি আরেকে গত বছর দেশি পণ্যের ই-কমার্স নিয়ে এতো বেশি আলোচনা হয়েছে যে উদ্যোক্তারা ক্রেতার কাছে দেশীয় পণ্যের প্রচার বৃদ্ধি করতে পেরেছে যার প্রভাব আমরা দেশীয় শালেও দেখতে পেয়েছি। আমি আশাবাদী এ বছর দেশি পণ্যের শালের বাজারে হাতে বুনা খাদির অনেক প্রচার এবং চাহিদা বৃদ্ধি পাবে। আমরা যারা খাদি উদ্যোক্তা আছি আমাদের মূল লক্ষ্য হওয়া উচিৎ হাতে বুনা খাদির প্রচার বৃদ্ধি করা। আর শাল হচ্ছে এই প্রচার বৃদ্ধিতে অন্যতম একটা মাধ্যম।
