খাদি নিয়ে অনলাইন প্রদর্শনী
যত দিন যাচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে এবং আগামীতে এই সংখ্যা আরও বাড়বে। এখন যেকোন পণ্যের মার্কেটিং করতে হলে বেশিরভাগ কোম্পানি অনলাইন প্লাটফর্ম বেছে নেয়। কারন এর ফলে অল্প সময়ে অধিক মানুষের কাছে পৌঁছানো যায়। আমাদের দেশীয় পণ্যের প্রচারের ক্ষেত্রেও অনলাইনের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে।
খাদি পণ্যের প্রচারে অনলাইনে পণ্যের প্রদর্শনীর আয়োজন করা গেলে ভালো হবে। এতে করে কম সময়ে অধিক মানুষ যেমন খাদি নিয়ে জানতে পারবে তেমনি এই প্রদর্শনীর জন্য অনলাইনে খাদি পণ্যের ছবির সংখ্যা বৃদ্ধি পাবে। একি সময়ে ছোট ছোট বিভিন্ন গ্রুপে এই প্রদর্শনীর আয়োজন হলে তা আরও বেশি ফলপ্রসূ হবে এবং তা সহজে সবার নজর কাড়বে। আর ছোট গ্রুপের শক্তি সম্পর্কে আমরা সবাই জানি।
যদি অনলাইনে খাদি পণ্যের প্রদর্শনীর আয়োজন করা যায় তাহলে নতুন নতুন ডিজাইনের খাদি পোশাক আমরা দেখতে পাবো যা ক্রেতাদের আকৃষ্ট করবে এবং এই শিল্পের প্রসারে সহায়ক ভুমিকা পালন করবে।