খাদি নিয়ে আরও ছোট ছোট আলাদা গ্রুপ তৈরি হওয়া প্রয়োজন
দেশি পণ্যের একজন উদ্যোক্তা হিসেবে আমি দেশীয় ঐতিহ্যবাহী খাদি নিয়ে কাজ করছি। প্রথমদিকে শুধু খাদি নিয়ে জেনেছি এবং অন্যান্য গ্রুপে খাদি নিয়ে লেখালেখি করেছি। এতে করে খাদি সম্পর্কে ছোট ছোট অনেক তথ্য মিলে খাদি সম্পর্কে একটা তথ্য ভান্ডার গড়ে উঠেছে। তারপর আস্তে আস্তে নিজে একটি গ্রুপ করি যার নাম “খাদিবিডি”। এই গ্রুপ তৈরির মূল উদ্দেশ্য ছিল দেশীয় খাদি নিয়ে যে যা জানে সেসব তথ্য তুলে ধরবে। এতে করে এক জায়গায় খাদির অনেক তথ্য যেমন পাওয়া যাবে তেমনি খাদি পণ্যের প্রচারও হবে।
ছোট গ্রুপের শক্তি আমরা যারা বর্তমানে অনলাইনে উদ্যোগ পরিচালনা করছি সবাই জানি। যত গ্রুপ ততই দেশীয় পণ্যের প্রচার হবে। তাই খাদি নিয়ে এমন ছোট ছোট আরও গ্রুপ তৈরি হলে এতে করে খাদির প্রচার বাড়বে। কারন তখন একসাথে কয়েকটা গ্রুপে খাদি নিয়ে বিভিন্ন তথ্য উঠে আসবে এবং পরবর্তীতে এসব তথ্য খাদি নিয়ে কাজ করতে সাহায্য করবে। যেমন খাদি নিয়ে কোন ডকুমেন্ট তৈরি করা, রিসার্চ করা, সার্ভে করা ইত্যাদি। পাশাপাশি এসব গ্রুপের মাধ্যমে খাদি পণ্যের ক্রেতাদের সম্পর্কেও আমরা জানতে পারবো। আশা করি সামনের দিকে খাদি নিয়ে ছোট ছোট আরও গ্রুপ তৈরি হবে যা খাদি পণ্যের প্রচারে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।