খাদি নিয়ে ইয়ারবুক হওয়া প্রয়োজন
ইয়ার বুক হচ্ছে প্রতি বছর একটি পণ্যের উপর যাবতীয় তথ্যাদি এক জায়গায় করে প্রকাশ করা। এতে করে সেই পণ্যের এক বছরের পথচলা সম্পর্কে যেমন জানা যাবে তেমনি পরবর্তী বছর কাজ করতেও সুবিধা হবে।
খাদি নিয়ে আমরা অনেকেই কাজ করি তাই সবাই মিলে প্রতি বছর খাদির একটি ইয়ার বুক করতে পারলে খুব ভালো হবে। এতে করে এক জায়গায় খাদির কন্টেন্ট, ছবি, তথ্য, খাদির সাথে মিশে থাকা ক্রেতাদের গল্পগুলো উঠে আসবে। এর ফলে সহজেই খাদির প্রচার হবে এবং প্রতি বছর খাদিতে কি কি নতুনত্ব আসছে তাও জানতে পারবে। তবে এই কাজ একা করা সম্ভব না। আমাদের মতো ছোট উদ্যোক্তারা যারা খাদি নিয়ে কাজ করছি তারা কয়েকজন একসাথে হয়ে করা যাবে। প্রতি বছর যদি একটি করে খাদির ইয়ার বুক বের হয় তাহলে আস্তে আস্তে খাদির নতুন নতুন তথ্য ভান্ডার গড়ে উঠবে যা পরবর্তীতে খাদি নিয়ে জানতে সাহায্য করবে এবং একসাথে এক জায়গায় খাদির অনেক তথ্য পাওয়া যাবে।
শুধু খাদি নয় দেশীয় প্রতিটি ঐতিহ্যবাহী পণ্যের ইয়ার বুক তৈরি করা প্রয়োজন। এতে করে আমাদের দেশীয় পণ্যের তথ্য ভান্ডার যেমন গড়ে উঠবে তেমনি এক জায়গায় অনেক তথ্য থাকার কারনে সহজে পরিচিতও পাবে।