খাদি হিজাব নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া

‘খাদিবিডি’ গ্রুপের উদ্ভোদন উপলক্ষে গত ২৩ ই জুলাই যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে প্রথমবার সবার মতামত জানার জন্যই খাদি হিজাব রাখা হয়েছিল স্টলে। বর্তমানে সব বয়সী নারীদের মধ্যে হিজাব একটি অন্যতম পণ্য হয়ে দাঁড়িয়েছে। আর আমাদের দেশীয় হিজাবের প্রতি সবার যে দুর্বলতা আছে তা আমরা মুনিরা আপুর গ্রুপের দিকে তাকালেই বুঝতে পারি।

খাদি হিজাব নিয়ে মোটামুটি ভালো একটি অভিজ্ঞতা হয়েছে। ক্রেতাদের মধ্যে অনেকেই অনেক ধরনের মতামত দিয়েছেন। কেউ বলেছেন হিজাবগুলো বড় হওয়াতে তাদের জন্য সুবিধা হবে পরতে আবার কেউ বলেছেন আরেকটু ছোট হলে ভালো হয়। কেউ আবার হিজাবগুলোর রঙ নিয়ে সন্তুষ্ট। কারন খাদির অন্যতম বৈশিষ্ট্য হলো এই কাপড়ের রঙগুলো সফট হয়। আশা করি তাদের এই মতামতগুলো খাদি হিজাবের চাহিদা তৈরিতে সাহায্য করবে।

আমাদের দেশীয় পণ্যগুলো নিয়ে আমরা যারা উদ্যোক্তা রয়েছি যদি এভাবে এক্সপেরিমেন্ট করি তাহলে এসব পণ্য ক্রেতার চাহিদা অনুযায়ী বাজারে আনা সম্ভব হবে। একজন উদ্যোক্তার কাজ শুধু পণ্য তৈরি করে বিক্রি নয় বরং সমাজ তথা দেশের উন্নয়নের স্বার্থে নিজেদের উদ্যোগের মাধ্যমে অংশগ্রহণ করা। আর আমরা যারা দেশি পণ্যের উদ্যোক্তা রয়েছি সেই সুযোগটা পাচ্ছি নিজ নিজ পণ্যের বাজার চাহিদা তৈরি করে দেশি পণ্যের বাজারকে গড়ে তোলার মাধ্যমে।

Spread the love

Similar Posts

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *