বর্তমানে হাতে বুনা খাদি থেকে মেশিনে তৈরি খাদির ব্যবহার দেখা যাচ্ছে বেশি। এর প্রধান দুটি কারন হচ্ছে মেশিনে তৈরি খাদি কম সময়ে অধিক পরিমাণে উৎপাদন করা যায়। অন্যদিকে মেশিনে তৈরি খাদি পাতলা হয়। যার জন্য বর্তমানে হাতে বুনা খাদির ব্যবহার কমে যাচ্ছে। কিন্তু এর ফলে গ্রামে যাদের হাতে বুনা খাদি ছিল অর্থ আয়ের মূল উৎস তারা এখন অন্য পেশায় চলে যাচ্ছে। এতে করে খাদির যে ঐতিহ্য রয়েছে তা হারিয়ে যেতে বসেছে। তবে এমনও অনেক তাঁতি রয়েছে যারা ভালোবেসে এখনও চরকায় সুতা কেটে খাদি তৈরি করে থাকে। আর এরা বসবাস করে গ্রামে। তাদের জন্য এই খাদি শুধু পেশা নয় তাদের পুর্বপুরুষের গৌরবকে ধরে রাখার প্রয়াস। গ্রামীন এসব পরিবারের অর্থনৈতিক উন্নয়নের জন্য এদেরকে সরকারি এবং বেসরকারিভাবে সহযোগিতার মাধ্যমে খাদি তৈরির কাজে উৎসাহ যুগাতে হবে যেন তাদের পরের প্রজন্ম এই শিল্পকে ধরে রাখে। এছাড়া এরা যদি খাদি তৈরি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় তাহলে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন হবে। আর গ্রামীণ অর্থনীতির উন্নয়ন মানে শহরে মানুষের প্রভাব কিছুটা হলেও কমবে। শুধু খাদি নয় গোটা তাঁত শিল্পের গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হবে তবেই আমরা গ্রামীণ অর্থনীতির বিশাল পরিবর্তন দেখতে পাব।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *