
সামনেই শীত আসছে। আর এই সময়টাতে অভিভাবকরা নিজেদের বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকেন। কারন এ সময় ঠান্ডার প্রকপ বেড়ে যায় অনেক বেশি। তাই আগে থেকেই তারা বাচ্চাদের জন্য আরামদায়ক এবং শীত নিবারন করা যায় এমন পোশাক নির্বাচন করে থাকেন। খাদি কাপড় দিয়ে তৈরি পোশাক বাচ্চাদের জন্য উপযুক্ত হবে। হাতে বুনা কাপড় হওয়াতে এই কাপড়ের পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। তার উপর শীতে খাদি কাপড়ে গরম অনুভূত হয় যা ছোট বাচ্চাদের জন্য প্রয়োজন। যেকোন বয়সের বাচ্চাদের জন্য পোশাক নির্বাচনে খাদি হতে পারে উপযুক্ত। যারা বাচ্চাদের পোশাক নিয়ে কাজ করছে তারা শীতে খাদি কাপড়ের উপর বেশি ফোকাস করতে পারেন। এতে করে ছোটদের পোশাকে খাদির অনেক ধরনের ভেরিয়েশন আমরা দেখতে পাব।