
খাদি সম্পর্কে অনেকের অনেক ধরনের মন্তব্য রয়েছে। সবচেয়ে কমন যে বিষয়টা আমরা লক্ষ্য করি তা হচ্ছে খাদি মোটা কাপড় তাই অনেকে গরমকালে খাদি নিতে চায়না। কিন্তু শীতে আমরা চাইলে এই সুবিধাটা নিতে পারি খাদি পোশাক এবং শাল নিয়ে। ক্রেতাদের মানসিকতার কথা চিন্তা করেই আমরা এই কাজটি করতে পারি। তার জন্য যেটা করতে হবে শীতকে উদ্দেশ্য করে খাদি নিয়ে ইভেন্টের আয়োজন করতে হবে এবং সেখানে শীতে খাদির পোশাক কেমন হতে পারে এবং ক্রেতারা কেমন চাচ্ছেন এসব বিষয়ে নিয়ে আলোচনা করতে হবে। আমরা কয়েকজন খাদি উদ্যোক্তা মিলে এই ইভেন্টের আয়োজন করতে পারি। যদি প্রতি বছর শীতের আগে এমন ইভেন্টের আয়োজন করা যায় তাহলে শীতে খাদির পোশাক এবং শালের চাহিদা অনেক বৃদ্ধি পাবে। পরিকল্পিতভাবে আগালে খাদি শিল্পের যে বর্তমান অবস্থা তাতে অনেক পরিবর্তন আসবে।