“আজ অনেকদিন পর ছেলের স্কুল খুলেছে। সকালে ওকে স্কুলে দিতে গিয়ে মনে হলো অনেকদিন পর স্কুলে যাচ্ছি নতুন কিছু পরে যাই🥰 তারপর বেছে নিলাম Protap Palash ভাইয়ার খাদী হিজাব। হিজাবটা এতো আইসুদিং কালার যে দেখলে চোখ শান্ত হয়ে যায় একই সাথে অনেক বড় ও আরামদায়ক তো বটেই এটা এতোদিনে অনেকেই জেনেছে। দেশী হিজাবের ভেরিয়েশেনে খাদী হিজাব নতুন ইতিহাস রচনা করবে কারন এগুলো আমাদের দেশীয় আবহওয়ায় অনেক বেশি কার্যকর। এখনো যে পরিমান গরম পড়ছে সেখানে আমরা যারা হিজাব ব্যবহার করছি তাদের জন্য খাদী হিজাব একটা অমূল্য সম্পদ কারন এগুলো অনেক বেশি আরামদায়ক বলে আমরা হিজাব করাটাকে খুব এনজয় করতে পারছি। নতুন হিজাব সাজাতে নতুন হিজাব পিন না হলে কি হবে? আর তাই কালকে হাতে পাওয়া একদম চমক আমাদের MehZabin Rakhee আপুর হিজাব পিনটা ব্যবহার করার সুযোগ হাত ছাড়া করলাম না। স্কুলে গিয়ে দুই তিনজন ভাবীর কমপ্লিমেন্ট পেলাম আমি নাকি নতুন নতুন চমক দিচ্ছি🥰 চমকটা আসলে আমার না আমার প্রিয় আপু ভাইয়ার। আর এজন্য আমি আন্তরিক ধন্যবাদ জায়ান রাখি আপুকে এবং প্রতাব পলাশ ভাইয়াকে।”
পোস্ট সূত্র: খাদিবিডি।