পূজার উপহার হিশেবে খাদি পোশাক
মহালয়ার মাধ্যমে দেবীপক্ষের সূচনার মধ্যে দিয়ে শুরু হয়েছে দূর্গা পূজার আনুষ্ঠানিকতা। এরি মধ্যে চারিদিকে পূজার সাজ সাজ রব ফুঁটে উঠেছে। সবাই নিজ নিজ পরিবারের সদস্যদের নিয়ে পূজার আনন্দ ভাগাভাগি করে নিতে চায়। আনন্দ ভাগাভাগির এই প্রক্রিয়া চলে একজন আরেকজনকে উপহার দেয়ার মাধ্যমে। আর পূজার উপহার হিশেবে পোশাকের আধিক্য থাকে বেশি। বাড়ির ছোট – বড় সবার জন্য কেনা হয় বিভিন্ন ধরনের পোশাক।
পূজার উপহার হিশেবে আমাদের দেশীয় পোশাকগুলো হতে পারে অন্যতম। এর মাধ্যমে দেশীয় পণ্যের প্রচারে নিজেদের দায়িত্ব পালন করা যেতে পারে। কারন আমাদের দেশীয় পণ্যের ব্যবহার যত বেশি হবে ততই দেশীয় পণ্যের প্রচার এবং চাহিদা বৃদ্ধি পাবে। উপহার হিশেবে দেশীয় বিভিন্ন ধরনের পোশাক রয়েছে। যেমন ঃ শাড়ি, থ্রি – পিস, টু-পিস, ধুতি-পাঞ্জাবী, শার্ট-প্যান্ট ইত্যাদি।
উল্লেখযোগ্য দেশীয় এসব পোশাকের মধ্যে খাদি কাপড়ের তৈরি পোশাকের কদর পূজায় সব সময় লক্ষ্য করা যায়। বিশেষ করে খাদি কাপড়ের তৈরি পাঞ্জাবীর ব্যবহার দেখা যায় বেশি। খাদি কাপড়ের তৈরি পোশাকগুকো পূজায় উপহার হিশেবে দেয়া যেতে পারে। এতে করে দেশীয় খাদি পণ্যের প্রচার বৃদ্ধি পাবে।