খাদি হিজাবে বিভিন্ন ফিউশন নিয়ে আসতে হবে

হিজাব এখন নারীদের পরিধেয় বস্ত্রের সাথে অন্যতম একটি পোশাক। ছোট – বড় অনেকেই এখন হিজাব পরে থাকে। হিজাবকে অনেকে আবার ওড়না হিসেবেই পরে থাকে। তাই বিভিন্ন ধরনের হিজাবে এখন উদ্যোক্তারা বিভিন্ন ভেলু এড করার চেষ্টা করে যেন হিজাবের সৌন্দর্য আরও বৃদ্ধি পায় এবং অন্যদের থেকে আলাদাভাবে সেগুলো প্রেজেন্ট করা যায়।

খাদি হিজাব প্রথম যখন নিয়ে আসি তখন অনেকেই তাদের মতামত দিয়েছে। কেউ বলেছে লং এবং সুতি হওয়াতে ভালো হয়েছে আবার কেউ বলেছে আরেকটু ছোট হলে ভালো হয়। তবে রঙ নিয়ে কারোও তেমন কোন প্রতিক্রিয়া ছিল না কারন হিজাবের রঙগুলো সবাই পছন্দ করেছে। এর থেকে বুঝা গেল খাদি হিজাবের যদি ভালোভাবে প্রচার হয় তাহলে দেশীয় এই পণ্যটির চাহিদা বাড়ানো সম্ভব।

তাই খাদি হিজাবে বিভিন্ন ফিউশন এড করা চেষ্টা করতে। যেমন ঃ এক রঙের হিজাবে ব্লক-বাটিক, অ্যাপ্লিক, সুতার কাজ, হ্যান্ডপেইন্ট, হিজাবে লেইস লাগানো ইত্যাদির মাধ্যমে হিজাবে নতুনত্ব আনা সম্ভব হবে এবং এতে করে ক্রেতা তা আরও বেশি পছন্দ করবে। তবে খেয়াল রাখতে হবে কোন বয়সের ক্রেতাকে টার্গেট করে ফিউশন আনা হচ্ছে। যদি হিজাবে কিছুটা ব্যতিক্রম আনা যায় তাহলে খাদি হিজাবের চাহিদা আরও বেড়ে যাবে বলে আমি মনে করি। আমি নিজেও চেষ্টা করছি হিজাবে কিছু ফিউশন আনার এবং অন্য উদ্যোক্তাদেরও বলবো আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। সবার চেষ্টায় খাদির এই পণ্যটির বাজার চাহিদা তৈরি হোক এটাই আমাদের প্রত্যাশা।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *