হাতে তৈরি খাদির উপকারীতা তুলে ধরতে হবে
আশা আপুর গ্রীণ বিজনেস নিয়ে একটি পোস্টের পরে সবাই এখন এই বিষয়টি নিয়ে বিভিন্ন গ্রুপে আলোচনা করছে। সাধারণ কথায় গ্রীণ বিজনেস হচ্ছে পরিবেশ বান্ধব ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করা অর্থাৎ ব্যবসার উৎপাদনের জন্য পরিবেশ যেন দূষিত না হয় সেদিকে খেয়াল রাখা। বর্তমানে সারা বিশ্বে জলবায়ুর পরিবর্তন রুখতে পরিবেশ বান্ধব কার্যক্রমের দিকে সবাই নজর দিচ্ছে অর্থাৎ যে কাজি করা হোক না কেন তাতে যেন পরিবেশ দূষণ না হয়।
আমাদের দেশীয় তাঁতে তৈরি পণ্যের বেশিরভাগ পরিবেশ বান্ধব। কারন এসব পণ্য তৈরির যাবতীয় কাজে কোথাও মেশিনের ব্যবহার হয় না তাই পরিবেশ দূষণের কোন সম্ভাবনা নেই এখানে। একজন খাদি উদ্যোক্তা হিশেবে হাতে তৈরি খাদি নিয়ে কাজ করে আমি গর্বিত বোধ করি কারন খাদি আমাদের দেশের ঐতিহ্য। বর্তমানে মেশিনেও খাদি তৈরি হচ্ছে। এর কারন কম সময়ে অধিক উৎপাদন করা। কিন্তু এর জন্য পরিবেশের যে ক্ষতি হচ্ছে তা আগামী দিনে বড় সমস্যার কারন হয়ে দাঁড়াবে। কিন্তু হাতে বুনা খাদির সুতা কাটা থেকে শুরু করে যাবতীয় প্রসেসিং হাতে হাতে হয়ে থাকে তাই হাতে বুনা খাদি পরিবেশ বান্ধব।
দেশীয় তাঁতে তৈরি হাতে বুনা কাপড়ের এই উপকারীতা আমাদেরকে তুলে ধরতে হবে সব জায়গায়। কারন আগামীতে জলবায়ু পরিবর্তনের কারনে অনেক কিছুর পরিবর্তন হবে। তাই এখন থেকেই এদিকে বিশেষ নজর দিতে হবে কিভাবে হাতে তৈরি তাঁতের কাপড়ের উৎপাদন বৃদ্ধি করা যায়।