অনলাইনে খাদি শালের ছবির সংখ্যা বৃদ্ধি করতে হবে
শীত প্রায় চলে এসেছে। আর এই শীত নিবারণের জন্য এখন সবার কাছে শালের চাহিদা থাকবে বেশি। যেহেতু সময় পরিবর্তনের সাথে সাথে মানুষের পছন্দ – অপচ্ছন্দে পরিবর্তন এসেছে তাই তাদের পোশাক নির্বাচনের ক্ষেত্রেও এই পরিবর্তনটা লক্ষ্য করা যায়। বর্তমানে যত দিন যাচ্ছে অনলাইন ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর একজন অনলাইন ক্রেতা অনলাইনে ছবি দেখেই পণ্য ক্রয় করে থাকেন। তাই শীতের এই সময় অনলাইনে যত বেশি শালের ছবি থাকবে ক্রেতার শাল পছন্দ করতে সুবিধা হবে।
এছাড়া অনলাইনে পণ্যের যে কন্টেন্ট তৈরি করতে হয় তার মধ্যে ছবি অন্যতম। যখন কোন একজনের শাল পরা ছবি ক্রেতা দেখেন তখন তার পণ্যটি ক্রয় করতে সুবিধা হয়। কারব তিনি বুঝতে পারেন সেটি পরলে কেমন লাগবে।
যেহেতু আমি খাদি শাল নিয়ে কাজ করি তাই আমাকে চেষ্টা করতে হবে অনলাইনে খাদি শালের ছবির সংখ্যা বৃদ্ধি করার। এর জন্য শাড়ি পরা, পাঞ্জাবী পরা, থ্রি – পিস পরা ইত্যাদি পোশাকের সাথে খাদি শালের ছবি ক্রেতার সামনে তুলে ধরতে হবে। এর ফলে যে শুধু ক্রেতার শাল ক্রয় করতে সুবিধা হবে তা কিন্তু নয়, সেই সাথে অনলাইনে খাদি শালের প্রচার বৃদ্ধি পাবে যা দেশীয় শালের মধ্যে খাদি শালের চাহিদা বৃদ্ধিতে সাহায্য করবে।