জেলা ভিত্তিক খাদি পণ্যের প্রচার বাড়াতে হবে
খাদি কুমিল্লা জেলার ঐতিহ্য হলেও দেশের আরও বিভিন্ন জেলায় খাদি কাপড় তৈরি হয়ে থাকে কিন্তু সেসব জেলার খাদি সম্পর্কে আমরা তেমন জানিনা। এর কারন এসব জেলার খাদি কাপড় নিয়ে তেমন প্রচারণা নেই। যেমন ঃ মানিকগঞ্জের খাদি সম্পর্কে জেনেছি সেখানকার তাঁতিদের নিয়ে কাজ করতে যেয়ে নয়তো সেভাবে জানা হতো না। অথচ বিভিন্ন গ্রুপে এমন অনেক সাধারণ মেম্বার এবং উদ্যোক্তা রয়েছে যারা মানিকগঞ্জ জেলার।
এটাতো গেলো সেসব জেলায় উৎপাদিত খাদি কাপড় নিয়ে কথা। এছাড়া এমন অনেক অনলাইন উদ্যোক্তা আছে যারা খাদি নিয়ে বিভিন্ন জেলা থেকে কাজ করছে। তারাও খাদি নিয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরতে পারে। যেমন ঃ খাদি কাপড় দিয়ে তারা কি ধরনের ফিউশন নিয়ে আসছে বা তাদের জেলায় তৈরি খাদি পণ্যের বিশেষত্ব কি?
অনেক উদ্যোক্তা আছে যারা খাদির র-মেটেরিয়াল কুমিল্লা জেলা থেকে নিয়ে তা দিয়ে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করছে। এতে করে কিন্তু সেই উদ্যোক্তা কুমিল্লা জেলার না হলেও আমরা তাকে খাদি উদ্যোক্তা হিশেবেই চিনে থাকি এবং সেই সাথে তার জেলার ব্রান্ডিংও হয়।
এখন আমরা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে খাদি পণ্য নিয়ে কাজ করছি তারা খাদি পণ্যের স্বকীয়তা তুলে ধরার জন্য জেলা ভিত্তিক খাদির প্রচার করতে পারি। এতে করে সমগ্র দেশের খাদি পণ্যের প্রচার বাড়বে।