বাংলাদেশের খাদি নিয়ে ডকুমেন্টারি তৈরি করতে হবে
খাদি এই উপমহাদেশের ঐতিহ্য হলেও দেশ ভাগের পর তা নিজ নিজ দেশের স্বকীয়তায় প্রতিষ্ঠিত হতে থাকে। যেমন ঃ ভারতের খাদির কথা যদি বলি তাহলে তারা খাদিকে জাতীয় পর্যায়ে ব্যবহার করে থাকে এবং মহাত্মা গান্ধী যে উদ্দেশ্য খাদিকে জনপ্রিয় করে তুলেছিল সেই বিষয়টাকে তারা এখনও সেভাবে ধরে রেখেছে অর্থাৎ খাদির উন্নতির মাধ্যমে নিজেদের অধিকারকে বজায় রেখেছে। আবার পাকিস্তানের দিকে তাকালে তারাও এখন তাদের নিজস্ব ধারাই খাদি পণ্য উৎপাদন করে থাকে। বাংলাদেশের ক্ষেত্রেও একি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলে এই স্বকীয়তা প্রতিটি দেশের খাদিকে আলাদাভাবে চেনার জন্য অন্যতম মাধ্যম। বিভিন্ন দেশের খাদিকে আলাদাভাবে চেনার আরও একটি উত্তম উপায় হচ্ছে খাদি নিয়ে ডকুমেন্টারি তৈরি করা।
বাংলাদেশের খাদি নিয়ে আলাদা তেমন ডকুমেন্টারি নেই। আগের যা কিছু ছিল সেগুলোই। কিন্তু বর্তমানে খাদির অবস্থা সম্পর্কে জানার মতো কোন প্রতিবেদন তেমন একটা পাওয়া যায় না। একটি ডকুমেন্টারি খাদির যাবতীয় দিক তুলে ধরতে সাহায্য করে। যেমন ঃ খাদি তৈরির পূর্ব প্রস্তুতি থেকে শুরু করে চুড়ান্ত পর্যায়ে একটি পণ্য তৈরির যাবতীয় দিক তুলে ধরা যায়। এর ফলে এই শিল্পের সাথে জড়িয়ে থাকা মানুষের জীবন – জীবিকা সম্পর্কেও জানা যায়। কিভাবে নারী – পুরুষ উভয়ের সাহায্য খাদি শিল্প এগিয়ে যাচ্ছে সে সম্পর্কে জানা যায়। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে খাদি নিয়ে ডকুমেন্টারি তৈরি করার যেন বাংলাদেশের খাদিকে আলাদাভাবে প্রেজেন্ট করা যায়।