শীতকালীন খাদি পোশাক তৈরিতে বর্তমান ফ্যাশন ট্রেন্ডের দিকে লক্ষ্য রাখতে হবে
পোশাক তৈরিতে একজন উদ্যোক্তাকে সব সময় নজর রাখতে হয় নতুনত্বের দিকে। কারন ফ্যাশন দুনিয়ায় প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন এড হয়। আর শীতকাল মানেই পোশাকে নতুনত্বের আধিক্য থাকে সবচেয়ে বেশি বিশেষ করে তরুণ – তরূণীদের মধ্যে এই আধিক্য দেখা যায় সবচেয়ে বেশি। যার জন্য প্রতি বছর ফ্যাশন হাউজগুলোতে নতুন নতুন কাট এবং লুকের পোশাক চোখে পরে।
আমরা যারা দেশি পণ্যের উদ্যোক্তা রয়েছি আমাদেরকে ফ্যাশন দুনিয়ার এসব নতুনত্বের দিকে খেয়াল রাখতে হবে। যেমন ঃ একজন খাদি উদ্যোক্তা হিশেবে শীতের পোশাক তৈরির আগে আমাকে মার্কেট যাচাই করতে হবে এখন কোন ধরনের পোশাকের ট্রেন্ড চলছে। যদি ট্রেন্ড ফলো করে আমি পোশাক তৈরি করতে পারি তাহলে বাজারে সেগুলোর চাহিদা থাকবে। শীতে খাদি কাপড় দিয়ে নানা ধরনের পোশাক তৈরি সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শীতের সময় হাতে বুনা মোটা খাদি কাপড়ের ব্যবহার অনায়াসে করা যেতে পারে।
শীতে মোটামুটি ডেনিমের পোশাক বেশি দেখা যায়। ফ্যাশন হাউজগুলো সব বয়সী নারী-পুরুষের কথা মাথায় রেখেই পোশাক তৈরি করে থাকে। আমরা যারা দেশি পণ্যের উদ্যোক্তা রয়েছি আমাদেরকে ক্রেতার চাহিদার কথা চিন্তা করেই শীতের পোশাক তৈরিতে মনোনিবেশ করতে হবে।